সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ইতালির পলাতক মাফিয়া ৩০ বছর পর গ্রেপ্তার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩, ২২:২৫

ইতালির মাফিয়া সম্রাট

ইতালির ‘মাফিয়া সম্রাট’ মাত্তেও মেসিনা দেনারোকে ৩০ বছর পর গ্রেপ্তার করা হয়েছেন। 

সোমবার ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমোর একটি বেসরকারি ক্লিনিক থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি ৩০ বছর পলাতক ছিলেন। ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ আসামির তালিকায় নাম আছে তাঁর।

আরও পড়ুন: স্মার্টফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ বিটিআরসির

পুলিশের বরাতে ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেসিনা ক্যানসারে আক্রান্ত। পালেরমোর ওই ক্লিনিকে চিকিৎসা নিতে যেতেন তিনি। তাঁকে গ্রেপ্তার করতে যে অভিযান চালানো হয় তাতে সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন। গ্রেপ্তার করার পর মেসিনাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান মেসিনার বিরুদ্ধে অসংখ্য হত্যার অভিযোগ আছে। মেসিনা একবার বলেছিলেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন তাঁদের দিয়ে একটি কবরস্থান ভরিয়ে ফেলা যাবে। হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ২০০২ সালে পলাতক অবস্থাতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top