দক্ষিণ কোরিয়ার বস্তিতে আগুন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩, ০৭:২৬
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বস্তি এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার শহরে আগুন লাগার পর প্রায় ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন: টিসিবির জন্য কেনা হচ্ছে আরও ডাল ও তেল
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ সিউলের গুরিয়ং গ্রামে সকাল ৬টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এলাকাটিতে প্রায় ৬৬০টি পরিবার বাস করতো।
এক হাজার ৭০০ বর্গমিটার এলাকার প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ২৯০ জন দমকলকর্মী, ১০টি হেলিকপ্টার এবং পুলিশ কর্মকর্তাদের আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিন কর্মকর্তাদের ক্ষতি রোধ করতে এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের রক্ষা করার নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।