যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩, ০৫:০৬
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষের উৎসবে হামলার পর আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনটি পৃথক হামলায় ৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) হামলার ঘটনা ঘটে।
আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার হানা দেন বন্দুকধারীরা। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তারা। এ সময় গুলিতে জখম হন দুই শিক্ষার্থীসহ ৩ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন ওই দুই ছাত্রের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে।
আরও পড়ুন>>> ত্বকে কোমলতা ফেরাতে গোসলের পানিতে যা মেশাবেন
ঘটনার পর স্কুল থেকে পালিয়ে যান বন্ধুকধারীরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে শহরের রাস্তায় একটি গাড়ি আটক করা হয়। সেখান থেকে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্কুলে হামলার নেপথ্যে তাদের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে পৃথক দুটি হামলায় মৃত্যু হয়েছে মোট ৭ জনের। আহত আরও অনেকে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে শনিবার রাতে ক্যালিফোর্নিয়াতে হামলা হয়। ৭২ বছর বয়সি এক বন্দুকধারী মন্টেরে পার্কে চীনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে এলোপাথাড়ি গুলি চালান। তার গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। পরে পুলিশ ঘিরে ফেললে নিজের শরীরে গুলি করে আত্মঘাতী হন অভিযুক্ত। তার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আরও তিন হামলার ঘটনা ঘটলো।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
বিষয়: যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া চীনা নববর্ষ উৎসব হামলা গোলাগুলি নিহত newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।