রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান সহযোগীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩, ০৫:৪৩
রাশিয়ার হামলা যখন তীব্র হচ্ছে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন প্রধান সহযোগী পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
কিরিলো টিমোশেঙ্কো ছিলেন প্রেসিডেন্টের দপ্তরের উপ-প্রধান। তিনি পদত্যাগের পর জেলেনস্কিকে ‘প্রতিদিন এবং প্রতি মিনিটে ভাল কাজ করার সুযোগের দেওয়ার জন্য’ ধন্যবাদ জানান।
আরও পড়ুন>>> বৈশ্বিক সংকট মোকাবিলায় সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী
কিরিলোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যয়বহুল গাড়ি ব্যবহারের সাথে যুক্ত কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। অবশ্য তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই তার সরকারের মধ্যে রদবদল আসছে। টিমোশেঙ্কোকে বিদায় দেওয়া জেলেনস্কির সেই পদক্ষেপের অংশ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
বিষয়: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রধান সহযোগী পদত্যাগ newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।