শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান সহযোগীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩, ০৫:৪৩

কিরিলো টিমোশেঙ্কো

রাশিয়ার হামলা যখন তীব্র হচ্ছে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন প্রধান সহযোগী পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

কিরিলো টিমোশেঙ্কো ছিলেন প্রেসিডেন্টের দপ্তরের উপ-প্রধান। তিনি পদত্যাগের পর জেলেনস্কিকে ‘প্রতিদিন এবং প্রতি মিনিটে ভাল কাজ করার সুযোগের দেওয়ার জন্য’ ধন্যবাদ জানান।

আরও পড়ুন>>> বৈশ্বিক সংকট মোকাবিলায় সকলকে মিত‌ব্যয়ী হওয়ার আহ্বান : প্রধানমন্ত্রী

কিরিলোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যয়বহুল গাড়ি ব্যবহারের সাথে যুক্ত কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। অবশ্য তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। 

এর আগে জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই তার সরকারের মধ্যে রদবদল আসছে। টিমোশেঙ্কোকে বিদায় দেওয়া জেলেনস্কির সেই পদক্ষেপের অংশ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top