দু'টি ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১, ২২:০৫

ছবি: ডিসিজিআই প্রধান ডা. ভিজি সোমানি

দীর্ঘ ৯ মাসের অপেক্ষা শেষে রোববার (৩ জানুয়ারি) ২টি ভ্যাকসিনের সীমাবদ্ধ জরুরি ব্যবহারের অনুমোদন দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা ডিসিজিআই।

রবিবার (৩ জানুয়ারি) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

জানা যায়, রোববার পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ডিসিজিআই প্রধান ডা. ভিজি সোমানি ঘোষণা করেন, সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের অনুমোদনের সুপারিশ করেছে বিশেষজ্ঞ প্যানেল। সুপারিশের ভিত্তিতে এ দুটি ভ্যাকসিনের সীমাবদ্ধ জরুরি ব্যবহারের অনুমোদন দিচ্ছে ডিসিজিআই।

তিনি আরও জানান, ক্যাডিলা হেলথকেয়ারকেও সংস্থার তৈরি ভ্যাকসিনের ৩য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে ডিসিজিআই-এর সিদ্ধান্ত ঘোষণার পর পরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, 'দেশ করোনামুক্ত হওয়ার পথ সুগম হল। এটা করোনার বিরুদ্ধে মোড় ঘোরানো সিদ্ধান্ত। আমাদের বিজ্ঞানী এবং উদ্ভাবকদের অভিনন্দন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top