বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাশিয়ায় রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে জাপান

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩, ০১:৩৬

জাপান

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় যখন অন্তত আরও ১১ জন নিহতের খবর পাওয়া যাচ্ছে ঠিক এমন সময় এশিয়ার পরাশক্তি জাপান রাশিয়ার ওপর তাদের নিষেধাজ্ঞার মাত্রা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে।

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ৪৯টি প্রতিষ্ঠানকে রোবট, গোলাবারুদ, এক্স-রে পর্যবেক্ষণ সরঞ্জাম, ওয়াটার ক্যানন, গ্যাস এক্সপ্লোরেশন সরঞ্জামসহ বিভিন্ন পণ্য পাঠানো হবে না। এই প্রতিষ্ঠানগুলো মস্কোর সামরিক সক্ষমতা বৃদ্ধিমূলক বিভিন্ন কাজে জড়িত।

আরও পড়ুন: জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব শুরু

রপ্তানি নিষিদ্ধের তালিকায় রোবটসহ এসব পণ্য যুক্ত করার পাশাপাশি আজ শুক্রবার জাপান সরকার ঘোষিত সিদ্ধান্তে জানা যায়, রাশিয়া সরকারের ২২ কর্মকর্তা এবং তিনটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার কথাও বলা হয়েছে। এর মধ্যে এয়ারক্রাফট কোম্পানি জেএসসি ইরকুট কর্প এবং মিসাইল নির্মাতা এমএমজেড অ্যাভানগার্ড রয়েছে।

সূত্র: রয়টার্স




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top