ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৩, ১৩:৩৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন নিহত ও চার জন আহত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সিএনএন এ তথ্য জানিয়েছে।
লস এঞ্জেলেস অগ্নিনির্বাপন বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমে একটি আবাসিক এলাকার রাস্তায় স্থানীয় সময় রাত ২টা ৩৫ মিনিটের দিকে সাহায্যের জন্য ফোন আসে। ঘটনাস্থলে গিয়ে তিন জন নিহত ও দুজন আহতকে পাওয়া যায়। পরে আরও দুই আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
সার্জেন্ট প্রিসিয়াডো বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে তা তিনি জানেন না। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তার কাছে নেই।
আরও পড়ুন: থাইল্যান্ড ভ্রমণের জন্য এমপিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
এ নিয়ে চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় চারটি বন্দুক হামলার ঘটনা ঘটলো। গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। এরপর উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই দুটি বন্দুক হামলায় ৭ জন নিহত হন। নিহতদের অধিকাংশই এশিয়ান-আমেরিকান।
সূত্র: সিএনএন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।