পাকিস্তানের বেলুচিস্তানে গিরিখাতে পড়ে যাওয়া বাসে আগুন, নিহত ৩৯
রাজিউর রেহমান | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩, ০৩:৩৭
দেশটির পুলিশ জানায়, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বাসটি বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হল্টের কাছের গিরিখাতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি প্রথমে কাত হয়ে যায় এবং এক পর্যায়ে তা গিরিখাতে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।
লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানান, নিহতদের হতাহতদের বাসটির ধ্বংসাবশেষ থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে ও নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকালে এই বাস দুর্ঘটনা ঘটে। খবর ডনের।
বিষয়: পাকিস্তান বেলুচিস্তান করাচি গিরিখাত বাসে আগুন newsflash71 News newsflash Update News Latest News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।