বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পেরুতে পাহাড় থেকে বাস খাদে পড়ে নিহত ২৪, আহত ৩৬

রাজিউর রেহমান | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩, ০৪:৪৫

পেরুতে পাহাড় থেকে পড়ে বাস খাদে

স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা তারা নিশ্চিত করেনি। খবর-রয়টার্সের।

পুলিশ বলছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার একটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন।

পেরুতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। দেশে অনেক বিপজ্জনক বাঁকানো রাস্তা রয়েছে। অনেক চালক সঠিক প্রশিক্ষণ ছাড়াই ওইসব রাস্তায় গাড়ি চালান। ২০২১ সালে পেরুর আন্দিজ পর্বতমালায় একটি মহাসড়ক থেকে যাত্রী বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে গেলে ২৯ জন নিহত হয়েছিলেন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top