পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত বেড়ে ৯০
রাজিউর রেহমান | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫১
পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন কম্পাউন্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আহত আরও শতাধিক মানুষ চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। ওই সময় যারা জোহরের নামাজ পড়ছিলেন, তাদের ওপর ছাদ ভেঙে পড়ে।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, গতকাল সোমবার জোহরের মসজিদের সামনের সারিতে উপস্থিত আত্মঘাতী হামলাকারী শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে এ বিপুল হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের অনেকেই পুলিশ কর্মকর্তা, তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন।
মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় করেন সিভিল সেক্রেটারিয়েট অ্যাসোসিয়েশন পেশোয়ারের সভাপতি তাসাভুর ইকবাল। তিনি বলেন, পুলিশ লাইনস এলাকায় সবসময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরিচয়পত্র এবং দেহতল্লাশি ছাড়া কেউই এ মসজিদে প্রবেশ করতে পারে না। পেশোয়ারের এ বাসিন্দা বলেন, আজকের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা অনেক বড় মসজিদ। একসঙ্গে অসংখ্য মানুষ নামাজ পড়তে পারেন।
পেশোয়ারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, সেনাপ্রধান আসিম মুনিরসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ হামলা পুরো পাকিস্তানের ওপর হামলার শামিল, আমার কোনো সন্দেহ নেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো সন্ত্রাসবাদ মোকাবিলা। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলার পেছনের লোকদের সাথে ইসলামের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসের এই হুমকি মোকাবিলায় জাতি ঐক্যবদ্ধ।
আত্মঘাতী এ বিস্ফোরণে নিহতের ঘটনায় খাইবার পাখতুনওয়ানের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান মঙ্গলবার প্রদেশে একটি দিনের শোক ঘোষণা করেছেন।
এদিকে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে দেশটির সশস্ত্রগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানি তালেবানের কমান্ডার সারবাকাফ মোহমান্দ টুইটারে দেওয়া এক বার্তায় পেশোয়ার মসজিদে হামলার দায় স্বীকার করেছেন। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জঙ্গিগোষ্ঠীটির প্রধান মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত টিটিপি কমান্ডার উমর খালিদ খুরাসানির ভাই মোহমান্দ।
গত বছর আগস্টে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হন উমর খালিদ। ভাইকে হত্যার প্রতিশোধ নিতেই পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তালেবানের কমান্ডার মোহমান্দ।
বিষয়: নিহত বিস্ফোরণ আত্মঘাতী মসজিদ পাকিস্তান পেশোয়ার বোমা হামলা News newsflash newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।