নাচের ভিডিও পোস্ট করায় দম্পতির ১০ বছরের জেল!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৩১

নাচের ভিডিও পোস্ট করায় দম্পতির ১০ বছরের জেল!

রাস্তায় প্রকাশ্যে নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় এক দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের আদালত। পাশাপাশি তাদের দুই বছরের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, আমির মোহাম্মদ আহমাদী (২২) এবং আস্তিয়াজ হাকিকি (২১) নামের ওই দম্পতিকে দুর্নীতি, পতিতাবৃত্তি এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

প্রকাশিত ওই নাচের ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের আজাদি টাওয়ারের সামনে একে-অপরকে জড়িয়ে ধরে নাচছেন তারা ।

আরও পড়ুন: অভাবের তাড়নায় ৪২ হাজারে সন্তানকে বিক্রি করে দিলেন মা

একটি সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ইনস্টাগ্রামে তাদের সম্মিলিত ফলোয়ার প্রায় দুই মিলিয়ন।

সাজাপ্রাপ্ত তরুণী হাকিকিকে আটক করার আগে তার বাড়িতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। যদি এই প্রেমিক যুগলের শাস্তি উচ্চ আদালতেও বহাল থাকে, তবে তাদের প্রায় ১০ বছর জেলে কাটাতে হবে।

সূত্র : বিবিসি




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top