• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হারিয়ে যাওয়া ‘ক্ষুদ্র ক্যাপসুল’ উদ্ধার : অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০২

সংগৃহীত

অস্ট্রেলিয়ায় প্রায় দুই সপ্তাহ আগে খনি থেকে অন্য স্থানে নেওয়ার সময় একটি ক্ষুদ্র ক্যাপসুল হারিয়ে যায়। যেটিতে মারাত্মক দাহ্য ও ক্ষতিকর সিজিয়াম-১৩৭ ছিল। মাত্র ৬ মিলিমিটার ব্যাস এবং ৮ মিলিমিটার লম্বা।

আকারে ছোট এবং পরিমাণে খুব কম হলেও উচ্চ তেজস্ক্রিয়সম্পন্ন হওয়ায় যদি কেউ এটি সংস্পর্শে আসতেন তাহলে তার চামড়া পুড়ে যাওয়া বা মারাত্মক ক্ষতি হতো। ওই ক্যাপসুলটি হারিয়ে যাওয়ার পর চিন্তায় পড়ে যায় দেশটি।

তবে দীর্ঘ ছয়দিনের অভিযানে অবশেষে বুধবার (১ ফেব্রুয়ারি) ক্যাপসুলটি পূর্ব অস্ট্রেলিয়ায় খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। এই ক্যাপসুলটি খুঁজে পেতে জরুরি পরিষেবার কর্মীরা রেডিয়েশন ডিটেক্টরসহ অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করেন। 

আরও পড়ুন : ৬ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

মাইনিং জায়ান্ট রিও টিন্টোর একটি সাব-কন্ডাক্টর পূর্ব অস্ট্রেলিয়ার খনি থেকে একটি ঘনত্ব পরিমাপক যন্ত্র ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছিল। ওই যন্ত্রের ভেতর সিজিয়াম-১৩৭ ভর্তি ক্যাপসুলটি ছিল। কিন্তু এটি পথিমধ্যে পড়ে যায়।

এদিকে সিডিয়াম-১৩৭ সমৃদ্ধ ক্যাপসুল ঘনত্ব পরিমাপক যন্ত্রে ব্যবহার করা হয়। যা মাইনিংয়ে খুবই সাধারণ একটি বিষয়। এটি পূর্ব অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে রিও টিন্টোর গুদাই-দারি মাইনে ব্যবহার করা হয়েছিল। কাজ শেষে ওই সাব-কন্ডাক্টর প্রতিষ্ঠান মাইন থেকে ঘনত্ব পরিমাপক যন্ত্রটি সংগ্রহ করে গত ১২ জানুয়ারি পার্থের উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় যন্ত্রটি ভেঙে ক্যাপসুলটি পড়ে যায়।

সূত্র: বিবিসি




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top