সবচেয়ে বড় ধর্মঘট হতে যাচ্ছে যুক্তরাজ্যে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৩
বেতন বৃদ্ধি এবং সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে ব্রিটেনে এক যুগের মধ্যে সবচেয়ে বড় সমন্বিত ধর্মঘট হতে যাচ্ছে। বুধবার ধর্মঘটে ১২০টিরও বেশি সরকারি দপ্তরেরে এক লাখ সরকারি কর্মচারী এবং কয়েক হাজার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং রেলকর্মীসহ প্রায় পাঁচ লাখ জনগণ এ ধর্মঘটে যোগ দেবেন। এর ফলে দেশজুড়ে স্কুলগুলো এবং বেশিরভাগ রেল পরিষেবা বন্ধ থাকতে পারে।
ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের মহাসচিব মেরি বোস্টেড রয়টার্সকে বলেছেন, তার ইউনিয়নের শিক্ষকরা মনে করেন তাদের ধর্মঘট করা ছাড়া আর কোনও উপায় নেই। কারণ বেতন হ্রাসের অর্থ উচ্চ সংখ্যক লোক পেশা ছেড়ে যাচ্ছে এবং বাকি যারা আছে তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে।
আরও পড়ুন : বাতিল হওয়া আইনে ১৪ বছর কারাদণ্ডের মুখে আলোকচিত্রী শহিদুল আলম
ব্রিটেনে বর্তমানে ১০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি চলছে, যা চার দশকের মধ্যে সর্বোচ্চ। এই মুদ্রাস্ফীতির কারণে দেশটিতে সাম্প্রতিক মাসগুলোতে স্বাস্থ্য ও পরিবহন কর্মী, অ্যামাজন গুদাম কর্মচারী এবং রাজকীয় ডাক কর্মীসহ বিভিন্ন খাতে ধর্মঘট হয়েছে।
বিষয়: যুক্তরাজ্যে ধর্মঘট বেতন বৃদ্ধি সমন্বিত ধর্মঘট সরকারি কর্মচারী প্রভাষক রেলকর্মী newsflash71 Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।