যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া রহস্যময় বেলুনটি আবহাওয়া ডিভাইস

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১২

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া রহস্যময় বেলুনটি চীনের। এটি ‘প্রধানত আবহাওয়া সংক্রান্ত’ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বুধবার মন্টানার বিলিংস শহরের আকাশে দেখা যায় বেলুনটি। এর আগে এটি আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ এবং কানাডার মধ্য দিয়ে উড়েছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সন্দেহ, এটি ‘চীনা নজরদারি বেলুন’। তাদের দাবি, বেলুনটিকে স্পর্শকাতর স্থাপনার উপর দিয়ে উড়তে দেখা গেছে। বেলুনটিতে ‘উচ্চমাত্রার নজরদারি ডিভাইস’ রয়েছে বলেও দাবি যুক্তরাষ্ট্রের।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে চীনা গোয়েন্দা বেলুন

শুক্রবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেলুনটি ‘প্রধানত আবহাওয়া সংক্রান্ত’ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। নির্ধারিত পথ ছেড়ে এটি মার্কিন আকাশ সীমায় প্রবেশ করেছে। এই ‘অনিচ্ছাকৃত প্রবেশের জন্য’ বেইজিং দুঃখিত।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top