শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারতে ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২১, ২০:৪৮

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় এলাকায় শ্মশানঘাট প্রাঙ্গণের আশ্রয় কেন্দ্রের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। আহত প্রায় ১৭ জন চিকিৎসাধীন।

রোববার (৩ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন গমমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান আইরাজ রাজা বার্তা সংস্থা ডিপিএকে বলেন, উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলায় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার আশায় ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন অন্তত ৪০ জন। তখন হঠাৎ আশ্রয় কেন্দ্রের ছাদ ধসে পড়ে।

দুর্ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পথে ২৩ জন মারা যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিচে কেউ আটকে আছেন কি না তা অনুসন্ধান করছেন।

এ ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সেই সাথে রাজ্যের সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top