চিলিতে দাবানলে ২৩ জনের মৃত্যু, আহত ৯৭৯

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১৪

সংগৃহীত

চিলিতে দাবানলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং কমপক্ষে ৯৭৯ জন আগুনে আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলরেখার মাঝখানে অবস্থিত বায়োবিও এবং নুবল অঞ্চলের পাশে অ্যারাউকানিয়ার দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

রাজধানী সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা সাংবাদিকদের বলেন, ‘আবহাওয়া পরিস্থিতির কারণে ছড়িয়ে পড়া (আগুন) নিয়ন্ত্রণ খুবই কঠিন হয়ে পড়েছে এবং অবস্থা আরও খারাপ হচ্ছে।’ শুক্রবার ৭৬টি দাবানাল দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দেশে ৯ জনের দেহে করোনা শনাক্ত

কর্মকর্তারা আরও জানিয়েছেন, শনিবার আরও ১৬টি দাবানল ছড়াতে শুরু করেছে। সাউদার্ন হেমিস্পিয়ারে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। শুক্রবার লা আরাউকানিয়ায় একটি জরুরি সহায়তা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর পাইলট এবং একজন মেকানিক নিহত হয়েছে। স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনেজুয়েলার সরকার বিমান ও অগ্নিনির্বাপন কর্মী দিয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top