পাকিস্তানে বাস ও গাড়ির সংঘর্ষে খাদে বাস, নিহত ৩০

নিশি রহমান | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০২:১৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস ও গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। গতকাল মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি) রাতে দেশটির খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে এ ঘটনা ঘটে। জানা যায়, যাত্রীবাহী বাসটি একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।   

আরও পড়ুন>>> ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার

আরও জানা যায়, যাত্রীবাহী বাসটি ঘিজার থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসছিল। পথে কোহিস্তান নামক স্থানে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় বাসটি। এতে দুটি গাড়ি গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া আহতরা যেন যথাযথ চিকিৎসা পায় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top