৭,০০০ কর্মী ছাঁটায়ের সিদ্ধান্ত ডিজনির
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:১১
বৈশ্বিক আর্থিক সংকটের মুখে সাত হাজার কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে মার্কিন এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি। প্রতিষ্ঠাটির প্রধান নির্বাহী বব ইগার এ তথ্য জানিয়েছেন। সূত্র : এনডিটিভি
জানা যায়, বাৎসরিক ৫০০ কোটির বেশি খরচ বাঁচাতে ও ডিজনি প্লাস স্ট্রিমিংকে লাভজনক করে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানে ফিরে আসার পর তিন মাসের আর্থিক ফলাফল ও পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করেছিলেন বব ইগার। সেখানে প্রতিষ্ঠানের আয়বৃদ্ধি লক্ষ্য করা গেলেও, ২০১৯ সালে চালু হওয়া ডিজনি প্লাসের গ্রাহকসংখ্যা হ্রাস পেতে দেখা যায়।
আরও পড়ুন: নারীর সাথে আপত্তিকর অবস্থায় শিক্ষক, স্থানীয়দের হাতে গণপিটুনি
পরিসংখ্যানে আরও দেখা যায়, সে সময়ে রাজস্ব আয় আট শতাংশ বেড়ে ২ হাজার ৩৫ কোটি ডলার ও নিট আয় ১১ শতাংশ একশো ৩০ কোটি ডলার হয়েছে। অন্যদিকে, ওই তিন মাসে ডিজনি প্লাস গ্রাহকের সংখ্যা প্রায় ২০ লাখ ৪০ হাজার কমে ১৬১ দশমিক আট মিলিয়নে দাঁড়িয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটি বর্তমান প্রধান নির্বাহী বলেন, আমরা সৃজনশীল এ যুগে নিজেদের কোম্পানিকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, খরচ কমানোর মাধ্যমে আমরা স্ট্রিমিং ব্যবসার টেকসই বৃদ্ধি ও অধিক লাভ অর্জন করতে পারবো।
বিষয়: ডিজনি কর্মী ছাঁটাই Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।