ব্যাংকের লাখ টাকা খেল উইপোকা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৪৫
ভারতের উদয়পুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি লকারে অর্থ রেখেছিলেন সুনিতা মেহতা নামের এক গ্রাহক। সম্প্রতি তিনি ব্যাংকে গিয়ে নিজের সে লকারটি খুলে দেখতে পান সেখানে উইপোকা আক্রমণ করেছে। এতে লকারে থাকা ২ লাখ ১৫ হাজার ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭২ হাজার টাকা) মূল্যের মুদ্রা নষ্ট হয়ে গেছে। খবর ইন্ডিয়া টুডের
সুনিতা বলেন, লকারে রাখা জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করাটা ব্যাংকের দায়িত্ব। ইতিমধ্যে তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ করেছেন।
আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী
অভিযোগ বলা হয়, ব্যাংকে পোকামাকড় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর সে কারণে লকারে রাখা জিনিসপত্র নষ্ট হয়েছে। প্রায় ২০ থেকে ২৫টি লকারে উইপোকার আক্রমণ হয়ে থাকতে পারে।
ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক প্রবীণ কুমার যাদব বলেছেন, মুদ্রা নষ্ট হওয়ার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যাটির সমাধানে ওই গ্রাহককেও ব্যাংকে ডাকা হয়েছে।
বিষয়: ভারত ব্যাংক লকারের অর্থ গ্রাহক উইপোকা আক্রমণ মুদ্রা নষ্ট ব্যাংক কর্তৃপক্ষ newsflash71 News newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।