সিরিয়া-তুরস্ক ভুমিকম্প
এরদোয়ানের সঙ্গে সাক্ষাত করতে তুরস্কে কাতারের আমির
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ১০:০৮
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দেখা করতে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে দোহা ছাড়েন তিনি। খবর আল-জাজিরার।
টুইটারে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, ইস্তাম্বুলের ভাদেত্তিন প্রাসাদে আল থানিকে স্বাগত জানান এরদোয়ান।
আরও পড়ুন : শামীম ঝড়ে দ্বিতীয় এলিমিনেটরে রংপুর
তুরস্ক ও সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর এই প্রথম কোনো দেশের রাষ্ট্র প্রধান তুরস্ক সফরে গেলেন। কাতারের আমিরের সঙ্গে একটি প্রতিনিধি দল রয়েছে।
এদিকে ভূমিকম্প নিরোধক ভবন নির্মাণ না করায় বা নির্মাণে ত্রুটি থাকায় তুরস্কে ১১৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই মধ্যে অন্তত ১২ জনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ। বাকিদেরও খুব শিগগির গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।
তাছাড়া সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন, ২৪ হাজার ৬১৭ জন।
বিষয়: তুরস্কে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কাতার আমির ভয়াবহ ভূমিকম্প News newsflash71 newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।