মার্কিন কাউন্সিলর ডেরেক শোলে আজ ঢাকা আসছেন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ২৩:২২
আজ বিকালে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে। তিনি দপ্তরটির আন্ডার সেক্রেটারি (সচিব) পদমর্যাদার কর্মকর্তা হলেও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের উপদেষ্টা হিসেবে কাজ করেন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি
কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ডেরেক শোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। এরই মধ্যে তার সফর উপলক্ষে একটি অগ্রবর্তী দল বাংলাদেশে এসেছে। দলের সদস্যরা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনও করেছেন। ডেরেক শোলেরও রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে ডেরেক শোলের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোও অগ্রাধিকার পেতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।