কাতারের সঙ্গে সব ধরনের সীমান্ত খুলে দিচ্ছে সৌদি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১, ২১:৪১
নিষেধাজ্ঞা সরিয়ে নিয়ে অবশেষে কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল ও নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সোমবার (৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে আল-সাবাহ বলেন, ‘কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সন্ধ্যা থেকেই যা কার্যকর হচ্ছে।’
প্রসঙ্গত, এর আগে সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের ওপর বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। সেই সঙ্গে বন্ধ করে দেয়া হয় সব ধরনের সীমান্ত।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।