৬.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০০:২১
শক্তিশালী ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৫৯ মিনিটে রাজধানী ম্যানিলাসহ দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে ভূমিকম্পে। রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ডোলোরেসের শহরের কাছে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলে এখন পর্যন্ত ২৬ জন আহতের খবর মিলেছে। খবর আল জাজিরা।
আরও পড়ুন: টানা দুইদিন ধরে বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে তল্লাশি
ফিলিপাইনের এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের রাজধানী লাওয়াগে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিমানবন্দরটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে বাটাক শহরে মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল ভবনের একটি অংশ ধসে পড়েছে। সেখান থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।
বিষয়: ফিলিপাইন ম্যানিলা ভূমিকম্প Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।