ইউক্রেনের আকাশে দেখা মিলল ৬ রুশ বেলুন, গুলি করে ভূপাতিত
নিশি রহমান | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৮
কিয়েভের ওপর দিয়ে উড়তে থাকা ছয়টি বেলুন শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেলুনগুলোকে ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্রের আকাশে কথিত চীনা গোয়েন্দা বেলুন নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের মতো ইউক্রেনও বেলুনগুলো সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেয়নি।
আরও পড়ুন>>> ৬.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন
তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুনগুলোতে কোণ প্রতিফলক এবং নজরদারি চালানোর সরঞ্জাম ছিল। তবে কবে এগুলো কিয়েভের আকাশে উড়ছিল তা স্পষ্টভাবে বলা হয়নি।
কিয়েভের সামরিক প্রশাসন জানায়, 'সম্ভবত আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করা ও ধ্বংস করার জন্যই এসব বেলুন ছাড়া হয়েছিল।'
রয়টার্সের খবরে বলা হয়েছে, অবশ্য গত বুধবার কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছিল।
তবে এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিষয়: ইউক্রেন বেলুন কিয়েভ newsflash71 Update News News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।