তুরষ্ক-সিরিয়া ভূমিকম্প
দশম দিনে মা ও দুই শিশু জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০৭
তুরস্কের আন্তাকিয়া থেকে দশম দিনে প্রায় ২২৮ ঘণ্টা পর এক মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মহিলার নাম ইলা ও তার দুই শিশু মেইসাম ও আলী।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, তাদের তিনজনকে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লোক থেকে উদ্ধা করা হয়েছে।
আরও পড়ুন: লিবিয়া উপকূলে জাহাজডুবি, নিখোঁজ ৭৩ অভিবাসীন প্রত্যাশী
এদিকে ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে নয় দিনের বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয় এক নারীকে। কাহরামানমারাস শহরে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই নারীকে উদ্ধারের দৃশ্য।
ভূমিকম্পের আঘাতে তুরষ্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি। তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও আঘাত হানে ওই ভূকম্পন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।