জুন মাসে পদত্যাগের ঘোষণা দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:২৮
২০১৯ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস। ২০১৯ থেকে ২০২৪ সালের এপ্রিলে তার পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় তিনি এ কথা জানান।
আরও পড়ুন : গাইবান্ধায় নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রী উদ্ধার
ঘোষণায় বিশ্বব্যাংকপ্রধান বলেন, অনেক চিন্তার পরে নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত হিসেবে আগামী জুন মাসের শেষ নাগাদ পদ ছাড়বেন তিনি। তবে কী কারণে দায়িত্ব ছাড়বেন তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি ম্যালপাস।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের সঙ্গে টানাপোড়েনের পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেভিড ম্যালপাস।
বিষয়: বিশ্বব্যাংক সভাপতি পদত্যাগ জলবায়ু পরিবর্তন বৈশ্বিক চ্যালেঞ্জ newsflash71 News Latest News Update News newsflash
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।