সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ২৩:০৬
সিরিয়ার হোমসে ইসলামিক স্টেট (আইএস) ভয়াবহ হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের ৪৬ জন বেসামরিক নাগরিক ও সাতজন সেনা সদস্য।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য জানায়। এই হামলার জন্য গণমাধ্যমটি আইএসকে দায়ী করেছে।
আরও পড়ুন: জার্মানিতে বিমানবন্দর কর্মীদের ধর্মঘট
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় ওই গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।
সানা’র প্রতিবেদনে জানা যায়, হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, এই হাসপাতালে নেওয়া নিহতদের সবার মাথায় গুলির ক্ষত আছে। এছাড়া হামলায় বেঁচে যাওয়া একজন সানাকে বলেছেন, আইএস তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।
সূত্র : রয়টার্স
বিষয়: আইএস সিরিয়া News Update News syria
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।