যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় নিহত ৬

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৮

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিরিজ বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

গোলাগুলির ঘটনার পর নিহত তিন ব্যক্তিকে দুটি বাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্যদের দোকান, গাড়ি ও রাস্তায় পাওয়া যায়। টেইট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, শুক্রবার বন্দুকধারীরা একটি দোকানে প্রবেশ করে একজনকে গুলি করে। এরপর কাছের একটি বাড়িতে প্রবেশ করে সেখানে একজন নারীকে গুলি করে হত্যা করে। এ সময় তার স্বামী আহত হয়েছেন। তিনি জানান, তার সহকর্মীরা একটি গাড়ির ভেতর সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে তাকে ধাওয়া করে আটক করেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

টেইট কাউন্টি মিসিসিপি অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমে অবস্থিত। গুলির ঘটনাটি গভর্নর টেইট রিভসকে অবহিত করা হয়েছে। এক টুইটে তিনি বলেন, এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একাই এসব ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। হামলার ঘটনায় মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top