তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৪৬ হাজার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ২৩:০৪

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৪৬ হাজার

৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ১২ দিন পর তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধারকাজ। 

এদিকে, ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পর কিরগিজস্তানের কর্মীরা দক্ষিণ তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে পাঁচ সদস্যের একটি সিরিয়ান পরিবারকে বাঁচানোর চেষ্টা চালায়। এক শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করে তারা। মা ও বাবা বেঁচে গেলেও পরে পানিশূন্যতায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকে চাকরির সুযোগ

ভূমিকম্পে দুই দেশে ৮৪ হাজারের বেশি ভবন হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সত্তর লাখের বেশি শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউনিসেফের ধারণা, এরই মধ্যে কয়েক হাজার শিশু মারা গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top