সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:০১
সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধ্বংসসহ ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
সূত্র থেকে জানা যায়, ইসরায়েল দামেস্কের আশেপাশে যেখানে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রসহ সিরিয়ার অধিকাংশ নিরাপত্তা ইউনিটগুলো অবস্থিত সেখানে রোববার (১৯ ফেব্রুয়ারি) এই হামলা চালানো হয়।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ৪৬ হাজার
সর্বশেষ এ হামলা কাফর সুসায় চালানো হয় যেখানে সিনিয়র কর্মকর্তাদের আবাসস্থল, নিরাপত্তা সংস্থাসমূহ ও গোয়েন্দা সদরদপ্তরের কার্যালয় রয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান বলেছেন, রোববারের হামলাই সিরিয়ার রাজধানীতে ইসয়য়েলের চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।
তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করে নাই। তবে, ইসরায়েল বরাবরই বলে আসছে, তারা কখনোই তাদের সীমান্তে ইরানের প্রভাব বাড়তে দেবে না।
বিষয়: সিরিয়া ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা ভবন ধ্বংস নিহত newsflash71 News newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।