লকডাউনের মেয়াদ বাড়াল জার্মানি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২১, ২১:৩১

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের বিস্তার ঠেকাতে জার্মান সরকার আবারও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

গণমাধ্যম সিএনএন এর খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দেশটির চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল বার্লিনে ১৬ আঞ্চলিক নেতার সাথে আলাপের পর এ সিদ্ধান্তের কথা জানায়।

আঙ্গেলা ম্যার্কেল বলেন, ইতিমধ্যে দেশের সব হাসপাতালে রোগীদের উপচেপরা ভিড় আছে বিশেষ করে ইনটেনসিভ কেয়ারগুলো খালি নেই। তাই সবাইকেই সর্তক থাকতে হবে।

তিনি আরও বলেন, জার্মানির সব ধরণের, মার্কেট দোকানপাট, রেস্তোরা, স্কুল এবং নার্সারিগুলো আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top