ফিফার পর অস্কারে যাচ্ছেন দীপিকা
রাজিউর রাহমান | প্রকাশিত: ৩ মার্চ ২০২৩, ২৩:৩৬
দুর্দান্ত সময় পাড় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফিফা বিশ্বকাপ থেকে শুরু করে ‘পাঠান’ সিনেমা, সব জায়গাতেই চমক দেখিয়ে চলেছেন তিনি। এরই ধারাবাহিকতায় আবারও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন অস্কারের মঞ্চে।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় এ বছর একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন দীপিকা। হলিউড সিনেমায় তাকে শুধু একবার দেখা গেলেও বিশ্বজুড়ে এই অভিনেত্রীর উপস্থিতি বরাবরই চোখে পড়ার মতো। এরআগে, প্রথম ভারতীয় হিসেবে ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি। এবার দৃষ্টান্ত সৃষ্টি করবেন অস্কারে।
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়।
বৃহস্পতিবার দীপিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ৯৫তম অস্কার অনুষ্ঠানের উপস্থাপকের তালিকা শেয়ার করেছেন। সেখানেই একেবারে জ্বলজ্বল করছে বলি তারকা দীপিকা পাড়ুকোন নামটি। তাঁর এই পোস্ট দেখেই সকলেই নিশ্চিত হয়ে যান যে ২০২৩ সালের অস্কারের মঞ্চে উপস্থাপকদের তালিকায় বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিদের সঙ্গে থাকছেন তিনিও।
আরআরআর সিনেমার গান ‘নাটু নাটু’ দৌড়াচ্ছে সেরা মৌলিক গানের প্রতিযোগিতায়। পাশাপাশি শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্টের জন্য লড়াই করছে।
গতবছর কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে দীপিকার উপস্থিতি ছিল চোখ ধাঁধানো। এখন দেখার অস্কারের মঞ্চে ‘মস্তানি’ কেমন বাজিমাত করেন। সেই অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর অগণিত অনুরাগীরাও।
বিষয়: দীপিকা পাড়ুকোন বলিউড অস্কার ফিফা News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।