ফের শীর্ষ ধনীর তকমা হারালেন ইলন মাস্ক

রাজিউর রাহমান | প্রকাশিত: ৪ মার্চ ২০২৩, ০০:২৩

ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষ স্থান থেকে ফের সরে গেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক। ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের কাছে নিজের জায়গা হারিয়েছেন ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায় দেখা যায়, আজ বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

বার্নার্ড আর্নল্টের সম্পদ মূল্য বেড়েছে ১৯৯ কোটি ডলার। অন্যদিকে, টেসলার শেয়ারের দাম কমে ইলনের সম্পদ মূল্য কমেছে ১৯১ কোটি ডলার।

ধনকুবেরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ২০৭ কোটি ডলার কমে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৬০ কোটি ডলারে। এক হাজার ১১৩ কোটি ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিল গেটস। তারপরেই রয়েছেন ওয়ারেন বাফেট।

গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে, গত সোমবার বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে আবারও নিজের হারানো অবস্থান ফিরে পান ইলন মাস্ক। তবে, সেই অবস্থান বেশিদিন থরে রাখতে পারলেন না টেসলার সিইও।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইনভেস্টর ডের অনুষ্ঠানে ইলন মাস্ক তার প্রতিশ্রুত কম দামের ইলেক্ট্রিক গাড়ির ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেননি। যা হতাশ করেছে বিনিয়োগকারীদের। এর প্রভাব পড়েছে টেসলার শেয়ারের দরে।

তবে সম্প্রতি টুইটার কেনাসহ নানা কারণে বিতর্কিত হয়ে পড়ে মাস্কের ইমেজ। এ পরিস্থিতিতে পর্দার আড়ালে থাকা কর্মকর্তাদের সামনে এনে ইতিবাচক বার্তা দেয়ার চেষ্টা করছেন মাস্ক। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের পাঠানো এক ই-মেইলে মাস্ক বলেন, আমি বিশ্বাস করি দীর্ঘ মেয়াদে টেসলা পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানি হবে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top