মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা, ঘরছাড়া ৪০ হাজার মানুষ
শাকিল খান | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩, ০৫:১২
মালয়েশিয়ার দক্ষিণের রাজ্য জোহোরে কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় প্রায় ৪০ হাজার মানুষ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
বৃষ্টি-বন্যায় গত এক সপ্তাহে রাজ্যটিতে অন্তত চারজনের মৃত্যুও হয়েছে।
জোহোরের বাটু পাহাট জেলার ইয়ং পেং শহরের ৫৭ বছর বয়সী বাসিন্দা মোহাম্মদ নুর জানায় “সাধারণত আমরা নভেম্বর-ডিসেম্বরের বর্ষাকালের জন্য প্রস্তুত থাকি। প্রতিটি পরিবারের একটি করে নৌকা থাকে। কিন্তু এখন যে অনিশ্চিত আবহাওয়া, মনে হচ্ছে, আমরা প্রস্তুত নই এবং পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠছে” ।
বন্যায় ঘরছাড়াদের জন্য কর্তৃপক্ষ দুইশর বেশি আশ্রয় কেন্দ্র খুলেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষা মৌসুমে মালয়েশিয়ায় নিয়মিতই বন্যা দেখা যায়, কিন্তু গত এক সপ্তাহ ধরে যে বর্ষণ হচ্ছে তাতে জোহোরের অসংখ্য বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটতে হচ্ছে।
দেশটির আবহাওয়া বিভাগ বলেছে আসছে দিনগুলোতে মালয়েশিয়াজুড়ে আরও বৃষ্টি দেখা যাবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।