ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় কারফিউ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২১, ১৯:০৩
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনার পর ট্রাম্প সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের আশঙ্কায় ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় কারফিউ জারি করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এই দুই রাজ্যে কারফিউ বহাল ছিল।
এনবিসিওয়াশিংটন, ওয়াশিংটন পোস্ট এর বরাতে জানা যায়, শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প সমর্থকদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষের গোলাগুলিতে নিহত হয়েছে এক নারী। আহত হয়েছে আরও কয়েকজন। এ হামলার ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বওসার একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, কারফিউয়ের সময় মেয়রের অনুমোদন ছাড়া কোন ব্যক্তি বাসা থেকে বের হতে পারবেন না। তবে জরুরি সেবায় নিয়োজিত থাকা নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা এই নির্দেশনার বাইরে থাকবেন।
এদিকে যেকোন প্রকাশ নাশকতা রুখতে শহরজুড়ে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: কারফিউ ওয়াশিংটন ভার্জিনিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।