• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পাকিস্তান-আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১

রাজিউর রাহমান | প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ২২:৪০

পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্প

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী বাদাকসানের জুর্ম শহরে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাকিস্তানে ৯ জন এবং আফগানস্থানে দুজন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন শতাধিক মানুষ। সুত্র: ভোরের কাগজ

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়। জুর্ম শহরটি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত। সুত্র: যুগান্তর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেছেন, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে বলেছেন।

আফগানিস্তানে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করে বলেছেন, জনস্বাস্থ্য মন্ত্রণালয় সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

ইসলামাবাদ থেকে সারাহ হাসান আল-জাজিরাকে বলেছেন, ভূমিকম্পে বাড়িগুলো কাঁপছিলো। প্রথমে ধীরে কম্পন শুরু হয়, এরপর তা শক্তিশালী রূপ নেয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০ সেকেন্ড ধরে স্থায়ী ছিলো ভূমিকম্পটি। অন্যদিকে ভারতের রাজধানীসহ বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছে সাধারণ মানুষ এবং বাড়ির ভেতরে বিভিন্ন বস্তু পড়ে যাচ্ছে একের পর এক।

রাওয়ালপিন্ডি থেকে বার্তাসংস্থা এএফপির সাংবাদিক বলেছেন, লোকেরা বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং কোরআন তেলাওয়াত শুরু করেন।

পাকিস্তানের জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফাইজি জানিয়েছেন, পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলের হাসপাতালে ৩০০ জনেরও বেশি লোককে ভীত-সন্ত্রস্ত অবস্থায় আনা হয়েছে। সুত্র: ইত্তেফাক

গত বছর আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়। ২০০৫ সালে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭৩ হাজার মানুষ নিহত হয়। সুত্র: ডেইলি স্টার

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top