ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১, ১৯:২৯
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা করেছে ইরাকের পূর্ব বাগদাদের একটি আদালত।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন'র এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরাকি কমান্ড্যান্ট আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচারচলাকালীন সময় এই নির্দেশ দেয়া হয়। তারপর ২০২০ এর জুন মাসেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরান।
সেই সাথে ট্রাম্পকে গ্রেপ্তার করতে বিশ্বের অন্য সব পুলিশবাহিনীকে সতর্ক করার জন্য লাল নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে ইরান।
জানা গেছে, ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণিত হলে ট্রাম্পের সাজা হতে পারে মৃত্যুদণ্ড। ইরাকের আদালত জানিয়েছে, ওই হত্যাকান্ডের প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। কিন্তু অপরাধীদের মুখোশ খুলে দিতে তদন্ত চলছে। ইরাকের নাগরিক হোন বা বিদেশি, কাউকেই রেহায় দেওয়া হবে না।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।