সুদানে সোনার খনি ধসে নিহত অন্তত ১৪

রাজিউর রাহমান | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩, ১৮:৩৩

সুদানে সোনার খনি ধস

সুদানের একটি সোনার খনি ধসে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে হতাহতের এ ঘটনা ঘটে। খবর: ভয়েস অফ আমেরিকা, রয়টার্স।

সুদানের রাষ্ট্রায়ত্ত সংস্থা সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি রয়টার্সকে বলেছেন, জাবাল আল আহমার নামক খনির পাশে অবস্থিত একটি পাহাড় আংশিকভাবে ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন শিশু শ্রমিক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সুদানের বার্তা সংস্থা এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করছিলো। তারা সোনার সন্ধান করছিলেন। ভারী যন্ত্রপাতির কারণে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা খনির ভেতরে পানির নিচে আটকা পড়েছে।

সুদান একটি প্রধান স্বর্ণ উৎপাদক দেশ। এই দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু স্বর্ণখনি। নিরাপত্তা-মান এবং রক্ষণাবেক্ষণ দুর্বল হওয়ায় খনি-ধস সেখানে সাধারণ ঘটনা। ২০২১ সালে পশ্চিম কর্ডোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে ৩১ জন নিহত হয়েছিল।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top