ভারতে গাছচাপায় প্রাণ গেল ৭ জনের

রাজিউর রাহমান | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১৯:৩৬

ভারতে গাছচাপায় মৃত্যু

ভারতে উপড়ে পড়া গাছচাপায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রোববার দেশটির মহারাষ্ট্রের আকোলায় একটি টিনের চালায় বিশাল আকৃতির গাছ ঝড়ের মধ্যে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। 

এনডিটিভি বলছে, রোববার সন্ধ্যা ৭ টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিলেন ৪০ জন পুণ্যার্থী। হঠাৎ বৃষ্টি আসায় মন্দিরের পাশেই টিনের তৈরি ছাউনির তলায় গিয়ে আশ্রয় নেন তারা। তখনই ঝড়বৃষ্টির জেরে টিনের ছাউনির ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় সাত জনের। গুরুতর আহত হন বহু পুণ্যার্থী। 

এদিকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছেন। ফডনবীস বলেন, এই ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করা হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top