মেক্সিকোতে ওয়াটার পার্কে বন্দুকধারীদের গুলিতে শিশুসহ নিহত ৭

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ১৮:৩৩

মেক্সিকোতে বন্দুক হামলা

মেক্সিকোর একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের গুলিতে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লা পালমা সুইমিং রিসোর্টে ঢুকে একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ডিবেট নোটিসিয়াস। এতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বন্দুকধারীদের গুলিতে ভুক্তভোগীদের কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন এবং চেয়ারে থাকা কয়েকজন সেখানেই ঢলে পড়েন। ভিডিওতে আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটিও করতে দেখা যায়।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশ একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এছাড়া এখানে মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় কিছু পর্যটন গন্তব্যও রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঞ্চলে একটি শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইনও রয়েছে।

কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। অপরাধী এই দলগুলো মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াইয়ে লিপ্ত।

মূলত মাদক চোরাকারবারের জন্য মেক্সিকো কুখ্যাত। ২০০৬ সালে সরকার মাদক কারবারিদের দমনে কেন্দ্রীয় সেনাদের নামানোর পর মাদক সংশ্লিষ্ট সহিংসতায় দেশজুড়ে তিন লাখ ৫০ হাজারেরও বেশি প্রাণহানি রেকর্ড করা হয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top