এবার ভ্যাকসিন নিলেন সৌদি বাদশা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১, ১৯:৪০

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ। শুক্রবার (৮ জানুয়ারি) তিনি প্রথম ডোজ টিকা নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে বাদশার টিকা নেওয়ার দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

জানা যায়, সৌদিতে ৩ ধাপে করোনার টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে, ২য় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেওয়া হবে। সৌদি নাগরিক ও বাসিন্দাদের সম্পূর্ণ বিনামূল্যে এ টিকা দেয়া হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top