চীনের বেইজিংয়ে হাসপাতালে আগুন, নিহত ২১
রাজিউর রাহমান | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ২১:৫৪
চীনের রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে বেসরকারি চেংফেং হাসপাতালে রোগী থাকা একটি অংশে এই আগুন লাগে। বেইজিং ডেইলির খবরে বলা হয়েছে, হাসপাতালটির অবস্থান বেইজিংয়ের ফেংতাই জেলায়।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার দুই ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকে।
আগুন লাগার পর মোট ৭১ জনকে ভবন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২১ জন মারা গেছেন।
চীনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, এটি বেদনাদায়ক। আমি বাড়ির জানালা থেকে দুর্ঘটনা দেখেছি। দুপুরে অনেক মানুষ এসির ওপর ছিলেন। অনেকে লাফ দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
চীনের হাসপাতালে অগ্নিকাণ্ড বিরল। তবে এরআগে, ২০১৭ সালে দেশটির ড্যাক্সিং জেলায় একটি অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়। সেই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ বিল্ডিংগুলোর বিশাল অংশ অবৈধ বা অনিরাপদ বলে ঘোষণা দেয়। পরবর্তিতে তা ভেঙে ফেলে। যার কারণে হাজার হাজার অভিবাসী শ্রমিক গৃহহীন হয়ে পড়েছিল।
বিষয়: নিহত আগুন হাসপাতাল বেইজিং চীন অগ্নিকাণ্ড চেংফেং newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।