কিম ইয়ো জং বললেন ভবিষ্যতহীন বৃদ্ধ
বাইডেনের মন্তব্যের জবাবে কিম জং উনের বোন
রাজিউর রাহমান | প্রকাশিত: ১ মে ২০২৩, ০১:১১
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একজন বৃদ্ধ মানুষ, যার কোন ভবিষ্যত নেই। এমন মন্তব্য করেছেন উত্তর কোরীর নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। এছাড়াও শাসন ক্ষমতার অবসান নিয়ে বাইডেনের সাম্প্রতিক মন্তব্যকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন তিনি। শনিবার (২৯ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ওয়ার্কাস পার্টি অব কোরিয়ার সেন্ট্রাল কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডাইরেক্টর কিম ইয়ো জং। এ নেতার উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, আরেকটি বিষয় যা আমরা উপেক্ষা করতে পারি না তা হলো শত্রু রাষ্ট্রের প্রধান নির্বাহী বিশ্বের সামনে ব্যক্তিগত ও আনুষ্ঠানিকভাবে ‘শাসনক্ষমতার অবসান’ শব্দটি ব্যবহার করেছেন।
তিনি আরও বলেছেন, এমন এক ব্যক্তির কাছ থেকে এই অযৌক্তিক মন্তব্য এসেছে যিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও দায়িত্ব নিতে একেবারেই সক্ষম নন, একজন বৃদ্ধ মানুষ যার কোন ভবিষ্যত নেই। মেয়াদের বাকী দুই বছরও তার পক্ষে কাজ চালিয়ে নেয়া কঠিন হবে।
ইয়ো জং বলেন, ওই চুক্তির কারণে উত্তর কোরিয়া পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের দ্বিতীয় মিশনে নামতে বাধ্য হচ্ছে। শত্রুরা যত বেশি পারমাণবিক যুদ্ধের মহড়া দেবে, ততই আমাদের আত্মরক্ষার অধিকার শক্তিশালী হবে। তারা কোরীয় উপদ্বীপের আশেপাশে যত বেশি পারমাণবিক অস্ত্র স্থাপন করবে, আমরা ততই স্বশক্তি নিয়ে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ব।
উত্তর কোরিয়া দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক মহড়াকে আক্রমণাত্মক হিসেবে বর্ণনা করছে। যদিও দক্ষিণ কোরিয়া মহড়াগুলোকে প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করে আসছে।
উত্তর কোরিয়ার নিয়মিত ক্ষেপণাস্ত্র মহড়ায় বিরক্ত যুক্তরাষ্ট্র ও মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। উত্তরের এই আচরণের বিরুদ্ধে জাতিসংঘকেও পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে তারা। তবে চীন-রাশিয়া উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।