পুতিনকে হত্যাচেষ্টার দাবি উড়িয়ে দিলেন জেলেনস্কি

রাজিউর রাহমান | প্রকাশিত: ৪ মে ২০২৩, ১৯:২৫

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যায় ক্রেমলিনে কথিত ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের কর্মকর্তারা দাবি করেছেন, এই কথিত ড্রোন হামলা সম্পর্কে তাদের কোনও ধারণা নেই এবং অপর দেশে হামলার জন্য নিজেদের সক্ষমতা তারা ব্যবহার করে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের এক মুখপাত্র সেরহি নিকিফরোভ বলেছেন, ক্রেমলিনের কথিত রাতের হামলা নিয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। প্রেসিডেন্ট জেলেনস্কি অতীতে একাধিকবার যেমন বলেছেন, ইউক্রেনে নিজের সব সামর্থ দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে কাজে লাগাচ্ছে, অন্য দেশে হামলায় নয়।

মুখপাত্র আরও বলেছেন, ডনিপ্রো ও উমানে আবাসিক ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে বা ক্রামাতোর্স্ক রেল স্টেশন কিংবা অপর লক্ষ্যবস্তুতে হামলা হলো সন্ত্রাসী হামলা। মস্কোতে যা ঘটেছে তা নিশ্চিতভাবে ৯ মে’র আগে মনোভাব চাঙ্গা করা।

তিনি বলেছেন, আমাদের শত্রুদের কাছ থেকে এটি একটি কূটচাল। ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াকও ক্রেমলিনে কথিত হামলায় কিয়েভের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এমন হামলা চালানো ইউক্রেনের জন্য অর্থপূর্ণ কিছু নয়।

পডোলিয়াক বলেছেন, প্রথমত এতে কোনও সামরিক লক্ষ্যের সমাধান হয় না। আমাদের সম্ভাব্য পাল্টা আক্রমণ পরিকল্পনার জন্যও এটি খুব অসহযোগিতামূলক। নিশ্চিতভাবে এটি যুদ্ধক্ষেত্রে কোনও কিছুর পরিবর্তন ঘটাবে না। এর ফলে ইউক্রেনীয় শহরগুলোতে রাশিয়ার হামলার ন্যায্যতা পাবে। আমরা কেন এমন কিছু করতে যাব? এর যুক্তি কী?

বুধবার রাশিয়া অভিযোগ করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ড্রোন হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন। মঙ্গলবার দিবাগত রাতে এই ব্যর্থ হত্যা চেষ্টা চালানো হয়। ক্রেমলিন বলেছে, এই ঘটনায় পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।

বিবিসির এক প্রতিবেদন বলছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে সাক্ষাৎ করার আগে হেলসিংকিতে এক সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। সেখানে পুতিনের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না, আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা মস্কো বা পুতিনের ওপর হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করছি। আমরা আমাদের গ্রাম এবং শহরকে রক্ষা করছি।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top