পরলোকে ব্রিটিশ নির্মাতা মাইকেল অ্যাপটেড
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ০১:৩৫
নব্বইয়ের দশকে জেমস বন্ড সিনেমার খ্যাতিমান ব্রিটিশ নির্মাতা মাইকেল অ্যাপটেড আর নেই। শুক্রবার (৮ জানুয়ারি) ৭৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
নব্বই দশকের বহু সফল সিনেমার নির্মাতা ছিলেন মাইকেল অ্যাপটেড। এর মধ্যে 'কোল মাইনার'স ডটার','গরিলাস ইন দ্য মিস্ট' ও বন্ড সিনেমা 'দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ' অন্যতম।
সিনেমার চেয়ে টিভি সিরিজ 'আপ'এর জন্যই বেশি খ্যাত ছিলেন মাইকেল। দীর্ঘকালব্যাপী চলা এ ডকুমেন্টারি সিরিজে তিনি ১৪ জন ব্রিটিশ আদিবাসীর জীবনকে ধাপে ধাপে তুলে ধরেছেন।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।