টেক্সাসের শপিং মলে বন্দুকধারীর হামলা, নিহত ৯

রাজিউর রাহমান | প্রকাশিত: ৭ মে ২০২৩, ২৩:৫৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি শপিং মলে এক বন্দুক হামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া ৮ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যালেন শহরের মল থেকে শত শত মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল। কারণ এক ব্যক্তি নির্বিচারে গুলি চালিয়েছিল।

শহরের ফায়ার চিফ জোনাথন বয়েড বলেন, বন্দুকধারীসহ সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুই জন পরে হাসপাতালে মারা যান। শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, একজন পুলিশ কর্মকর্তা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যান। পরে তিনি বন্দুকধারীকে গুলি করেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনও সহায়তা দিতে প্রস্তুত আছে রাজ্য।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার বিষয়টি খুব সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ১৯৫টির বেশি বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর প্রত্যেকটিতে অন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top