যুক্তরাষ্ট্র বরাবরই শত্রু: কিম জং উন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২১, ০২:২৩

উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছেন, হোয়াইট হাউসের ক্ষমতায় যেই আসুক যুক্তরাষ্ট্র বরাবরই শত্রু। শুক্রবার (৭ জানুয়ারি) দেশটির রাজধানী পিয়ংইয়ং'এ ক্ষমতাসীন দলের এক সম্মেলনে তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে হোয়াইট হাউসের ক্ষমতার পালাবদলে সে নীতিতে আদতে কোনো পরিবর্তন আসবে না।

কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রে কে ক্ষমতায় বসেন সেটি তাদের জন্য কোনো ব্যাপার না বরং বাস্তবতা হচ্ছে, তারা উত্তর কোরিয়ার ব্যাপারে তাদের অভ্যন্তরীণ নীতিতে কোনো পরিবর্তন আনবে না।

কিম জং উন এসময় যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার জাতীয় উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলেও মন্তব্য করেন ।

তিনি মার্কিন মার্কিন সাম্রাজ্যবাদ-বিরোধী স্বাধীন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর উপর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

একইসঙ্গে তিনি উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতা বাড়ানোর অঙ্গীকারও করেন। পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের ‘অপব্যবহার’ করবে না জানিয়ে কিম বলেন, 'উত্তর কোরিয়া নিজেদের অস্ত্রভাণ্ডার আরও প্রসারিত করছে।'

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top