ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত বেড়ে ২২
রাজিউর রাহমান | প্রকাশিত: ১০ মে ২০২৩, ০২:৪৮
ভারতে সেতু থেকে বাস পড়ে গিয়ে নিহত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ২০-২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৯ মে) মধ্যপ্রদেশের খারগোনে এই দুর্ঘটনা হয় বলে জানায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। খবর এনডিটিভি।
মিশ্রা আরও জানান, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতু থেকে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জরুরি পরিষেবা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রত্যেক মৃতের পরিবারের জন্য ৪ লাখ রুপি করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। এছাড়াও গুরুতর আহতদের জন্য ৫০ হাজার রুপি এবং যারা সামান্য আহত হয়েছেন তাদের প্রত্যেককে ২৫ হাজার রুপি তাৎক্ষণিক আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে চিকিৎসার জন্য।
বিষয়: ভারত সেতু নিহত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।