ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানার ঘর ভাঙছে
   শাকিল খান
                                                 | 
                                                প্রকাশিত: ১১ মে ২০২৩, ২২:০০
  শাকিল খান
                                                 | 
                                                প্রকাশিত: ১১ মে ২০২৩, ২২:০০
                                        
 
                                        আদালতে ডির্ভোসের আবেদন করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা এবং তার স্বামী সাবেক ফুটবলার ও ব্যবসায়ী মার্কোস রাইকোনেন। ১৬ বছর একসঙ্গে থাকার পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তাদের সংসার টিকলো প্রায় তিন বছর।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সানা এই বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, আমাদের ১৯ বছরের সম্পর্কে ছেদ হতে যাচ্ছে। আমাদের বিবাহবিচ্ছেদ হলেও আমরা এখনও পরস্পরের ভালো বন্ধু। আমাদের একমাত্র মেয়েকে আমরা দুজনই সমান ভালোবাসি। বিবাহবিচ্ছেদের পরও আমরা একসঙ্গে পরিবারের সদস্যদের মতোই সমায় কাটাব।
ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২০ সালের আগস্টে বিয়ের ঘোষণা দেন এই দম্পতি। বিয়ের সময় তাদের আড়াই বছর বয়সী মেয়ে ছিল। বিয়ের আগে ১৯ বছর ধরে এক সঙ্গে থাকছিলেন তারা।
বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে মাত্র ৩৪ বছর বয়সে কাজ শুরু করেছিলেন সানা মারিন। কিন্তু গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ডানপন্থীদের কাছে পরাজিত হন তিনি। বর্তমানে তিনি কেয়ারটেকার সরকারের প্রধানের দায়িত্ব পাল করছেন।নতুন সরকার গঠিত হলেই তিনি পদত্যাগ করবেন।

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।