ভারতে বিষাক্ত মদপানে প্রাণ গেল ১১ জনের

শাকিল খান | প্রকাশিত: ১৬ মে ২০২৩, ০০:১৬

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিষাক্ত মাদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির পৃথক দু’টি জেলায় এই ঘটনা ঘটে। এছাড়া বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়া ৩০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে তামিলনাড়ুর ভিলুপুরম জেলায় সাতজন এবং চেঙ্গলপাট্টু জেলায় চারজনের মৃত্যু হয়। অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অভিযুক্তদের খুঁজতে বিশেষ অভিযান চালোনো হচ্ছে।

তামিলনাড়ু পুলিশের আইজি (নর্থ জোন) কানন বলেছেন, পরিদর্শক ও উপ-পরিদর্শকসহ মোট সাত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছেন, ‘যারা মারা গেছে তারা শিল্প-কারখানার মিথানল মিশ্রিত অবৈধ মদ খেয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানান, মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top